গঙ্গা-যমুনা বিধৌত ভারতের যে মিশ্র সংস্কৃতির ঐতিহ্য তাকে ভুলিয়ে দেওয়ার উল্টে দেওয়ার প্রকল্প ফেঁদে বসেছে কেন্দ্রের শাসক দল আর তাদের পিতা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘ। এমন এক ভয়ানক সময়ে খুবই দরকারি একটি গ্রস্থ পাঠের সুযোগ হল। সেই পাঠ-অভিজ্ঞতা অন্যদের সহ্গে ভাগ করে নিলেন মিলন দত্ত।
by মিলন দত্ত | 05 January, 2024 | 1128 | Tags : Book Review Ganga Jamuni Tehjib